ফুড পয়জনিংয়ের জন্য কি স্লিপিং পিল খায়? জবাবে যা বললেন তানজিন তিশা

0
168
তানজিন তিশা

গতকাল বৃহস্পতিবার থেকে তানজিন তিশার অসুস্থতার খবর ঘিরে বেশ কিছু গুজব ছড়িয়ে পড়ে। কোনো কোনো গণমাধ্যম লিখেছে, এই অভিনেত্রী আত্মহত্যা করতে গিয়েছিলেন। অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে গতকাল ফেসবুকে স্ট্যাটাস দেন অভিনেত্রী। পরে দিবাগত রাত ১২টার দিকে ফেসবুক লাইভে আসেন তানজিন তিশা।

তানজিন তিশা

ফেসবুক লাইভে তিশা বলেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে অনেকেই কথা বলেন, কথা বলতে পছন্দ করেন। এতে আমার কোনো আপত্তি নেই। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার প্রধান কথা, তানজিন তিশা আত্মহত্যার কথা বলেছেন, আসলে আত্মহত্যা কী? কয়দিন আগে আমি আত্মহত্যা নিয়ে সচেতনতামূলক কথা বলেছি। সেখানে আমি আত্মহত্যা করব কেন? আসলে আত্মহত্যা কী?’

এ সময় তিনি ভক্তদের বলেন, জীবন নিয়ে তিনি সুখে আছেন। আত্মহত্যা করার মতো কিছুই নেই। তিনি বলেন, ‘দুই বছরও হয় নাই আমার বাবা মারা গিয়েছেন। আমি স্ট্রং লাইফ লিড করছি। বাবা আমাকে স্ট্রং করেছেন। আমার সবচেয়ে আপন ছিলেন বাবা, এখন আমার এমন কিছু নেই, যে কারণে সুইসাইড করতে হবে।’

ফেসবুক লাইভে সবার উদ্দেশে তানজিন তিশা বলেন, গতকাল তিনি অনেকগুলো ঝামেলায় ছিলেন। তার মধ্যে ফেসবুক হ্যাকড হওয়া, অসুস্থতা, ফুড পয়জনিং। এসব নিয়েই তিনি মানসিক চাপে ছিলেন। তিশা বলেন, ‘আমাকে প্রায়ই বিভিন্ন রকম মেডিসিন খেতে হয়। সঙ্গে স্লিপিং পিল খেতে হয়। হয়তো ঘুমাব বলে এমন হয়েছে, স্লিপিং পিল একটার জায়গায় পরিমাণ বেশি হয়ে গেছে। আমি খেয়াল করি নাই স্লিপিং পিলের মাত্রা বেশি ছিল। যেটা আমাকে প্রেসক্রাইব করা না। সেটা খেয়েই আমি অসুস্থ হয়ে পড়ি। আমার কোনো সেন্স ছিল না।

তানজিন তিশা
তানজিন তিশা ছবি : শিল্পীর সৌজন্যে

তখন দ্রুত আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সরকারি হাসপাতালে যাওয়ার পর তারা মনে করেছে এটা সুইসাইড কেস। তখন আমাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তেমন ঝুঁকিপূর্ণ ছিল না। আমার পরিবার ঝুঁকি না নিতে ওয়াশ করাতে বলে। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি হাসপাতালে।’

তানজিন তিশা। ফেসবুক থেকে
তানজিন তিশা। ফেসবুক থেকে

তানজিন তিশা। ইনস্টাগ্রাম থেকে
তানজিন তিশা। ইনস্টাগ্রাম থেকে

এ সময় লাইভে এক ভক্ত তানজিন তিশার কাছে জানতে চান, ফুড পয়জনিংয়ের জন্য কি কেউ স্লিপিং পিল খায়? এমন প্রশ্নে তিশা বলেন, ‘ইট নট ফর ফুড পয়জনিং, আই ফেল্ট ব্যাড। ফিজিক্যালি ও মেন্টালি আমি আপসেট ছিলাম। আমার মনে হয়েছিল অসুস্থ। আমি টানা টোয়েন্টি ডেজস শুটিং করে বাবার কবরের পাশে গিয়েছিলাম। সব মিলিয়ে টানা চাপ গিয়েছে। এটাই কারণ। আমার মনে হয়, আপনার পড়াশোনা করা উচিত।’

তানজিন তিশা
তানজিন তিশা, ফেসবুক

গতকাল সকালে ঘুম থেকেই উঠে একের পর এক অনলাইনের খবর তার চোখে পড়ে। বেশির ভাগ খবরের শিরোনাম, তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন। কারণ, এই অভিনেত্রী মুশফিক আর ফারহানের সঙ্গে সম্পর্ক রয়েছেন। এ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘প্রেম হোক বা না হোক, এটা আমার ব্যক্তিগত বিষয়। যেদিন আমার পাবলিকলি বলার ইচ্ছা হবে এর সঙ্গে আমার প্রেম, বিয়ে করেছি, সেদিনই আমি বলব। এখন আপনারা সমালোচনা করে ভালো থাকলে আমার আপত্তি নাই।’

আগের চেয়ে কাজে ফোকাস তানজিন তিশা। নিজেকে গুছিয়ে নিচ্ছেন। কিন্তু তিনি মনে করছেন এ সময়ে অনেকেই তাঁর ক্ষতি করার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘আমার ফিমেল আর্টিস্ট, মেল আর্টিস্ট, কিছু পরিচালক, যাঁরা ভুল করছেন, আমার ক্ষতিগুলো করার চেষ্টা করছেন। আমার জায়গাটা নষ্ট করছেন। তাঁদের নাম খুব শিগগির প্রকাশ করব।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.