পোল্যান্ডের বিপক্ষে যে পরিবর্তন আসছে আর্জেন্টিনা দলে

0
214
আর্জেন্টিনা দল

মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয়ের পর হারানো আত্মবিশ্বাস পুনরুদ্ধার করেছে আর্জেন্টিনা। আজ তাই পুরোনো ছন্দ নিয়ে মাঠে নামতে পারবে লিওনেল মেসির দল। এ ম্যাচেও জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই আর্জেন্টিনার। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে আজ পোল্যান্ডের বিপক্ষে জিততেই হবে আর্জেন্টিনাকে। ড্র করলে অনেক হিসাব মেলার অপেক্ষায় থাকতে হবে, যা নিজেদের হাতে নেই।

মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচে আর্জেন্টিনার একাদশেও আসতে পারে পরিবর্তন। বিশ্বকাপের প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচের একাদশে ৫টি পরিবর্তন নিয়ে খেলতে নামে আর্জেন্টিনা। মেক্সিকোকে ২-০ গোলে হারানোর পরও তৃতীয় ম্যাচে একাদশ ধরে রাখছেন না হেড কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোর দাবি স্কালোনি রক্ষণে দুটি পরিবর্তন আনতে চাচ্ছেন। মেক্সিকোর বিপক্ষে দারুণ খেলা লিসান্দ্রো মার্টিনেজের জায়গায় ক্রিশ্চিয়ানো রোমেরো ও ডান প্রান্তে গঞ্জালো মন্তিয়েলের জায়গায় মলিনাকে দেখা যেতে পারে। মাঝমাঠেও রদ্রিগো ডি পলের জায়গায় খেলতে পারেন মেক্সিকোর বিপক্ষে চমৎকার গোল করা এনজো ফার্নান্দেজ। সে ক্ষেত্রে হয়তো বেঞ্চে বসে ম্যাচ শুরু করবেন গুইদো রদ্রিগেজ। ম্যাক আলিস্টার থাকতে পারেন শুরু থেকেই।

আক্রমণভাগে যথারীতি ডিমারিয়া-লিওনেল মেসি থাকবেন ও লাওতারো মার্টিনেজই খেলবেন। তবে মার্টিনেজের জায়গায় মেসি-ডি মারিয়ার সঙ্গী হিসেবে হুলিয়ান আলভারেসকে দেখা যেতে পারে।

পোল্যান্ডের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পৌঁছাবে আর্জেন্টিনা। ড্র করলে তাদের অপেক্ষায় থাকতে হবে সৌদি আরব-মেক্সিকো ম্যাচের দিকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.