সোনার দামে রেকর্ড আবার লাখ টাকা ছাড়াল

0
170
সোনা

দেশে এক সপ্তাহের ব্যবধানে সোনার দাম বেড়েছে। এতে সোনার ভরিপ্রতি দাম আবার লাখ টাকা ছাড়াল। এবার ভালো মানের সোনা অর্থাৎ হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ১ হাজার ২৪৪ টাকা। এটিই এখন পর্যন্ত দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম। আজ শুক্রবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার মূল্যবৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে পাকা সোনার দাম বেড়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সমিতি।

গত ২১ জুলাই দেশের ইতিহাসে প্রথমবারের মতো সোনার দাম এক লাখ টাকা ছাড়িয়ে যায়। তখন প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৭৭৭ টাকা। এরপর ১৭ আগস্ট তা কমে হয় ৯৯ হাজার ২৭ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দাম আবার বাড়িয়েছে জুয়েলার্স সমিতি।

যদিও চলতি বছরের শুরুতে সোনার ভরি ৯০ হাজার টাকা ছাড়িয়ে যায়। গত ১৯ মার্চ সোনার ভরিপ্রতি দাম এক লাফে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানো হয়। তখন সোনার ভরি ৯৮ হাজার ৭৯৪ টাকায় পৌঁছায়। তারপর কয়েক দফা দামের উত্থান-পতনের পর শেষমেশ প্রথমবারের মতো দেশের বাজারে সোনার ভরি এক লাখ টাকা ছাড়ায়।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) তথ্য অনুযায়ী, আগামীকাল শুক্রবার থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ২১৭ টাকা বাড়বে। এতে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ১ লাখ ১ হাজার ২৪৪ টাকা। এ ছাড়া হলমার্ক করা প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ৯৬ হাজার ৬৩৬ টাকা, ১৮ ক্যারেট ৮২ হাজার ৮১৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৬৯ হাজার ৫১ টাকায় বিক্রি হবে। এর মধ্যে ২১ ক্যারেটে সোনার প্রতি ভরিতে ২ হাজার ৪১ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৭৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৫১৬ টাকা বেড়েছে।

আজ পর্যন্ত হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৯৯ হাজার ২৭ টাকা, ২১ ক্যারেট ৯৪ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেট ৮১ হাজার ৬৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৬৭ হাজার ৫৩৫ টাকা দামে বিক্রি হয়েছে।

অন্যদিকে রুপার দাম অপরিবর্তিত থাকছে। হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম এখন ১ হাজার ৭১৫ টাকা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.