পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর পৃথক দুটি হামলায় অন্তত ১০ সেনা নিহত হয়েছেন। খবর রয়টার্সের।
শনিবার আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন পাকিস্তানের উত্তরাঞ্চলীয় পার্বত্য এলাকায় সামরিক বাহিনীর একটি গাড়িতে হামলায় ছয় সেনা নিহত হন।
পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের গুরবাজ এলাকায় টহল দেওয়ার সময় সেনাদের ওপর ‘সীমান্তের অন্যপাশ থেকে সন্ত্রাসীরা’ গুলি করে।
এর কয়েক ঘণ্টা আগে শুক্রবার বেলুচিস্তান প্রদেশে আধাসামরিক বাহিনীর একটি টহল দলের ওপর হামলা চালিয়ে চার কর্মকর্তাকে হত্যা করে অজ্ঞাত জঙ্গিরা।
শনিবারের হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান নামে পরিচিত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। তবে শুক্রবারের হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।
সীমান্তের অপর পাশে এসে হামলা চালানো জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে, এমন অভিযোগ পাকিস্তান ও আফগানিস্তান নিয়মিতভাবে একে অপরের বিরুদ্ধে করে আসছে।
পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর টুইটারে বলেছেন, পাকিস্তান শান্তির দিকে অগ্রসর হচ্ছে। আর এই সময়েই এসব হামলা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে।
আঞ্চলিক শান্তির জন্য বৈশ্বিক নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।