জয়পুরহাটের পাঁচবিবি থানা মহিলা দলের সাধারণ সম্পাদিকা রাজিয়া সুলতানা। শনিবার বিকেলে বিএনপির মহাসমাবেশ উপলক্ষে শুক্রবার এসেছেন ঢাকায়। হোটেল কিংবা স্বজনদের বাসা বাড়িতে না উঠে সোজা চলে এসেছেন নয়াপল্টনে।
রাতেও এখানে থাকবেন তিনি। দলকে ভালোবেসে আরাম-আয়েশ ত্যাগ করে আন্দোলনের শরিক হতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তিনি।
রাজিয়ার মতো করে বাগেরহাটের খানজাহান আলী থেকে এসেছেন থানা সভানেত্রী মেহেরুন। তিনিও রাতে নয়াপল্টনেই থাকবেন।
শুধু নারী নেত্রীরাই নন। দূর দুরান্ত থেকে এসেছেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। অনেকেই হাতের ব্যাগকে মাথার বালিশ বানিয়ে রাস্তায় শুয়ে পড়েছেন।
কুমিল্লার লাকসাম থেকে আসা যুবদল নেতা ইমরান হোসেন জানান, ঢাকায় ঘনিষ্ঠ স্বজনদের বাসা না থাকায় এখানেই রাত কাটাবেন। হোটেলে উঠলে পুলিশি তল্লাশি ও গ্রেপ্তারের শঙ্কা থাকে। তাই গ্রেপ্তার এড়াতে নয়া পল্টনে খোলা আকাশকেই বেছে নিয়েছেন তিনি।