আজ শুক্রবার রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) এবং অনলাইনে একসঙ্গে শুরু হয়েছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ হ্যাকাথন প্রতিযোগিতার বাংলাদেশ পর্ব। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত এ হ্যাকাথন প্রতিযোগিতা চলবে টানা ৩৬ ঘণ্টা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও কুমিল্লার শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসিস।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পৃথিবীর বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধানের উদ্ভাবনী উদ্যোগ খুঁজে বের করা এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। এ বছর নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ হ্যাকাথন প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে ২ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা সেরা ২১০ প্রকল্পকে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সেরা ৫০ প্রকল্প নিয়ে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে সরাসরি এবং বাকি ১৬০টি প্রকল্প নিয়ে অনলাইনে এ প্রতিযোগিতা চলছে। আগামীকাল শনিবার সন্ধায় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সেরা প্রকল্পগুলোর নাম ঘোষণা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন বলেন, ‘একটি দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য বিজ্ঞানী তৈরি করা জরুরি। আমরা স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এই লক্ষ্য পূরণে আমাদের প্রযুক্তির সব খাতে সমানভাবে উন্নতি করতে হবে। ভবিষ্যতে বিজ্ঞানী হওয়ার জন্য তরুণদের মধ্যে উৎসাহ এবং ইচ্ছা থাকা বাধ্যতামূলক। এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণেরা সেই উৎসাহ পাবেন বলে আশা করি।’
বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, ‘বেসিস টানা নবমবারের মতো বাংলাদেশে এই প্রতিযোগিতার আয়োজন করছে। এর মধ্যে গত পাঁচ বছরে আমরা নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি। আমি বিশ্বাস করি, এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের দেশের তরুণদের মধ্যে ভবিষ্যতে বিজ্ঞানী হওয়ার ইচ্ছা ও আকাঙ্ক্ষা তৈরি হবে।’