প্রথমে বিমানটি যাবে লন্ডনে। সেখানে ব্রাজিল দলের অনেকেই নেমে যাবেন। ইউরোপের লিগে খেলেন, এমন খেলোয়াড়েরা লন্ডনে নেমে অন্য পথ ধরবেন বলে খবর ও’গ্লোবোর। কেউ ছুটি কাটাবেন, কেউ সরাসরি যাঁর যাঁর ক্লাবে চলে যাবেন।
কোচিং স্টাফ ও ব্রাজিলের লিগে খেলেন এমন খেলোয়াড়দের নিয়ে লন্ডন থেকে বিমান যাবে রিও ডি জেনিরোতে। ব্রাজিল স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে পেদ্রো ও এভারতন রিভেইরো খেলেন ফ্লামেঙ্গোতে, তাঁরা দুজন রিওতেই নামবেন। গোলরক্ষক ওয়েভারতন খেলেন পালমেইরাসে, তিনি রিও থেকে যাবেন সাও পাওলোতে।
কোচ তিতে ম্যাচের পর সংবাদ সম্মেলনেই বলেছেন, ব্রাজিলের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তিনি। তবে তিনি এখনো সিবিএফকে এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু জানাননি বলেই খবর ও’গ্লোবোর। দেশে ফেরার পর কোচিং স্টাফদের সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিবিএফ।