দুর্নীতির অভিযোগে রুশ মন্ত্রী গ্রেপ্তার

0
29

ঘুষ নেওয়ার অভিযোগে রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির শীর্ষ তদন্তকারী সংস্থা ‘তদন্ত কমিটি’ এ তথ্য জানিয়েছে। ইভানভ ২০১৬ সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ পেয়েছিলেন।

তিনি দেশটির সামরিক অবকাঠামো প্রকল্পগুলোর দায়িত্বে ছিলেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ইভানভের কোনো বক্তব্য পাওয়া যায়নি। খবর রয়টার্সের।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত দুর্নীতির মামলায় দেশটিতে শীর্ষ পর্যায়ের কাউকে গ্রেপ্তার করার ঘটনা এটিই প্রথম।

রাশিয়ার তদন্ত কমিটির ২২ শব্দের সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, উপপ্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভকে মঙ্গলবার আটক করা হয়েছে। তাঁকে আটক করার কারণ হিসেবে বিশেষ করে বড় অঙ্কের ঘুষ নেওয়ার বিষয়টি উল্লেখ করেছেন তদন্তকারীরা।

এদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মঙ্গলবার সহজেই পাস হলো বৈদেশিক সহায়তা বিল। ইউক্রেনে রুশ বাহিনীর অগ্রাভিযান ও কিয়েভের সামরিক সরবরাহে ঘাটতি চলার মধ্যে এ বিল পাস হওয়ার ফলে ইউক্রেনকে নতুন করে তহবিল জোগান দেওয়ার পথ সুগম হলো।

অন্যদিকে খারকিভে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার চালানো এ হামলায় আহত হয়েছেন ছয়জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.