দুই দিন পর ক্যালিফোর্নিয়ায় ফের গোলাগুলি, নিহত ৭

0
127
সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক শহরে পৃথক গোলাগুলির ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এর আগে শনিবার লস অ্যাঞ্জেলেস কাউন্টির মন্টেরি পার্ক শহরে গোলাগুলির ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। দুই ‍দিন পর আবার সোমবার স্যান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে হাফ মুন বে শহরে এ ঘটনার পুনরাবৃত্তি ঘটল দেশটিতে। খবর বিবিসির

সন্দেহভাজন স্থানীয় ওই ব্যক্তির নাম জাও চুনিল। তার ৬৭ বছর। তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে টুইটারে জানিয়েছে স্যান মাটেও কাউন্টি শেরিফের দপ্তর।

স্যান ফ্রান্সিসকো ক্রনিকল শেরিফ দপ্তরের বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, ঘটনার প্রায় দুই ঘণ্টা পর এক ডেপুটি স্যান মাটেও কাউন্টি শেরিফ বিভাগের একটি সাবস্টেশনের পার্কিং লটে সন্দেহভাজন গুলিবর্ষণকারীর গাড়িটি দেখতে পান, তদন্তকারীরা সেখান থেকে ৬৭ বছর বয়সী ওই ব্যক্তিকে শান্তিপূর্ণভাবে নিজেদের হেফাজতে নিয়ে যায়। গুলিবর্ষণে ব্যবহৃত অস্ত্রটিও তার গাড়িতে পাওয়া যায়।

এই দুই জায়গার মধ্যে এক ঘটনাস্থল একটি মাশরুমের খামার বলে জানিয়েছে ক্রনিকল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.