ভারতের দক্ষিণ দিল্লিতে একটি বহুতল ভবনে আগুন লেগে ছয়জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১১ জন ।
সোমবার দিনগত রাত ২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
পুলিশ জানিয়েছে, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দু’জন পুরুষ, দু’জন নারী ও দুই শিশু রয়েছে।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, চারতলা ভবনে মোট ১৩ টি ফ্ল্যাট আছে। বৈদ্যুতিক মিটার বোর্ড থেকে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে কিছু লোক তাদের প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। এসময় তারা গুরুতর আহত হয়েছেন। আগুনে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা সাতটি গাড়ি এবং আটটি বাইক পুড়ে গেছে। দমকল বাহিনীর আটটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আহতদের হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইসঙ্গে ময়নাতদন্তের জন্য মরদেহগুলি মর্গে পাঠানো হয়েছে।