দিন দুপুরে গুলি, ২৬ লাখ টাকা ছিনতাই

0
514
টাকা ছিনতাই

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দিনদুপুরে গুলি ছুড়ে ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার বেলা ১১টার দিকে বাইমহাটি এলাকায় মির্জাপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ছিনতাই হওয়া টাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির পরিবেশক অগ্রণী ট্রেডিং করপোরেশনের বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, মির্জাপুর উপজেলা পরিষদসংলগ্ন বাইমহাটি এলাকায় অগ্রণী ট্রেডিং করপোরেশনের কার্যালয় আছে। সেখান থেকে প্রতিষ্ঠানটির হিসাবরক্ষণ কর্মকর্তা আবদুল মতিন, সুপারভাইজার কাজী আসাদুল হক ও মোহন সাহা দুটি মোটরসাইকেলযোগে ২৬ লাখ ৪০ হাজার টাকা নিয়ে অগ্রণী ব্যাংক মির্জাপুর শাখায় জমা দিতে রওনা হন। তাঁরা মির্জাপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে পৌঁছামাত্র চারটি মোটরসাইকেল নিয়ে ওত পেতে থাকা আটজন ছিনতাইকারী প্রথমে টাকাবোঝাই ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা গুলি ছুড়ে টাকা ছিনিয়ে চম্পট দেয়।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন জানান, ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা করছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.