ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে ট্রেইনি চিকিৎসকরা

0
118
কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মবিরতির ডাকা দেওয়া ট্রেইনি চিকিৎসকরা

মাসিক ভাতা বাড়ানোর দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন ট্রেইনি চিকিৎসকরা। শনিবার বেলা ১১টা থেকে ধর্মঘট পালন করছেন তাঁরা। পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশও করছেন।

ট্রেইনি চিকিৎসকরা জানান, তাঁরা মাসে ২০ হাজার টাকা ভাতা পান। এ ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবি তাঁদের।

পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি জাবির হোসেন বলেন, ‘ছয় মাস ধরে আমাদের সমস্যাগুলো জানাতে এবং ভাতা বাড়াতে সরকারের নানা দপ্তরে যাচ্ছি। সবাই বলছেন, আমাদের দাবি যৌক্তিক। কিন্তু সে দাবি পূরণে কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এ কারণে কর্মবিরতির ডাক। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।’

এ বিষয়ে একাধিক হাসপাতালের পরিচালক বলছেন, প্রতিটি হাসপাতাল ডেঙ্গু আক্রান্ত রোগীতে সয়লাব। এখন শিক্ষানবিশ চিকিৎসকরা কর্মবিরতিতে গেলে চিকিৎসা সেবায় বিপর্যয় নেমে আসতে পারে। কারণ, প্রতিটি সরকারি হাসপাতালেই চিকিৎসা দেন এ চিকিৎসকরাই। তাঁদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান চিকিৎসকরা।

জানা গেছে, দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে এফসিপিএস, এমডি, এমএস ডিপ্লোমা কোর্সের ডিগ্রিধারী এ চিকিৎসকরা মাত্র ২০ হাজার টাকা মাসিক ভাতা পান। তাঁদের দাবি, সরকারি অন্য পেশার লোকজন অনেক বেশি বেতন-ভাতা পাচ্ছেন। কিন্তু চিকিৎসকরা অবহেলার শিকার। তাঁদের নামে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়, তা অপ্রতুল। এ কারণে তাঁদের ভাতা ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবি জানাচ্ছেন ট্রেইনি চিকিৎসকরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.