তমাকে বিয়ে প্রসঙ্গে যা বললেন রাফী

0
83
‘সুড়ঙ্গ’ অভিনেত্রী তমা মির্জার সঙ্গে রায়হান রাফীর প্রেমের গুঞ্জন বহুদিনের, ফেসবুক থেকে সংগৃহীত

ঢালিউডের সাড়া ফেলা সিনেমা রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। বাংলাদেশের প্রেক্ষাগৃহ এখনো মাতিয়ে রেখেছে চলচ্চিত্রটি। দেশের বাইরেও এই সিনেমা নিয়ে আলোচনা তুঙ্গে। সম্প্রতি সিনেমাটি মুক্তি পেয়েছে প্রতিবেশী দেশ ভারতেও। ‘তুফান’ নিয়ে দেশটির গণমাধ্যম ‘আনন্দবাজার’কেও সাক্ষাৎকার দিয়েছেন রাফী। সাক্ষাৎকারে তুফান নিয়ে নানা প্রশ্নের জবাব দেন হালের আলোচিত এই নির্মাতা।
তবে সাক্ষাৎকারের শেষ দিকে তমা মির্জার সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের প্রসঙ্গ চলে আসে। চলতি বছরেই নাকি রাফি-তমার বিয়ে হচ্ছে? এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, ‘এখনো এমন কোনো পরিকল্পনা নেই। আরও কয়েকটা হিট সিনেমা পরিচালনা করি। তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে।’

রাফীর ‘সুড়ঙ্গ’ ছবির ‘ময়না’ চরিত্রে অভিনয় করে আলোচিত হন তমা
রাফীর ‘সুড়ঙ্গ’ ছবির ‘ময়না’ চরিত্রে অভিনয় করে আলোচিত হন তমা, ফেসবুক থেকে সংগৃহীত

‘সুড়ঙ্গ’ অভিনেত্রী তমা মির্জার সঙ্গে রায়হান রাফীর প্রেমের গুঞ্জন বহুদিনের। তমার গেল জন্মদিনে বিষয়টি আরও বেশি পাকাপোক্ত হয়। এদিন তমাকে শুভেচ্ছা জানিয়ে রাফী লিখেছিলেন, ‘তোমার সাথে আরও একটি নতুন বছর কাটানোর সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। চলো, এই মুহূর্ত উদযাপন করি। শুভ জন্মদিন তমা।’ রাফীর ওই পোস্ট নজর এড়ায়নি অভিনেত্রী তমারও। পাল্টা জবাবে তিনি লিখেছেন, ‘আমিও তোমাকে পেয়ে ভীষণ ভাগ্যবান রাফী।’

প্রিয় মানুষের কাছ থেকে জন্মদিনের উপহার প্রসঙ্গে অভিনেত্রী সে সময় বলেছিলেন, ‘ভালোবাসার মানুষটি ঝুড়ি ভর্তি করে সব রঙের গোলাপ, বেলি, রজনিগন্ধা, টিউলিপসহ পারলে ঢাকা শহরের সব রকমের ফুল যেন তুলে এনেছে। ২০টি ঝুড়ি এসব ফুল নিয়ে হাজির হয়েছে আমার বাসায়। পৃথিবীতে ফুলের চেয়ে প্রিয় উপহার আর কিছু হতে পারে না’

রায়হান রাফী ও তমা মির্জা
রায়হান রাফী ও তমা মির্জা, ফেসবুক থেকে সংগৃহীত

রাফীর ‘সুড়ঙ্গ’ ছবির ‘ময়না’ চরিত্রে অভিনয় করে আলোচিত হন তমা। অনেকেই ধারণা করেছিলেন যে রাফীর পরের ‘তুফান’ ছবির দুই নায়িকার একজন হিসেবে তমাকেই দেখা যাবে। কিন্তু পরে আর সেটা ঘটেনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.