ঢাকায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

0
45
মার্কিন দূতাবাস, ঢাকা।

বাংলাদেশে চলমান আন্দোলনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতির কারণে এ দেশে থাকা নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে মার্কিন দূতাবাস। শনিবার ঢাকার মার্কিন দূতাবাসের বিবৃতিতে রোববার শুরু হওয়া ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের জন্য নাগরিকদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি আগামী দিনে আরও বিক্ষোভ হবে বলে আশঙ্কা করছে দূতাবাস।

বিবৃতিতে বলা হয়, দূতাবাসের কর্মীরা যেন চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন। নিরাপত্তাহীনতা বোধ করলে নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার বিষয়টিও বিবেচনা করতে বলা হয়েছে। দূতাবাস কর্মীদের কূটনৈতিক এলাকায় চলাচলে সতর্ক থাকার পাশাপাশি দুপুর ১২টা থেকে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্ক এড়িয়ে চলতে বলা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে স্বল্প পরিসরে দূতাবাসের কার্যক্রম চলবে বলে জানানো হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.