ডেঙ্গু রোগীর সুচিকিৎসা নিশ্চিতে সারাদেশে সরকারি হাসপাতালগুলোতে আরও পাঁচ হাজার শয্যা প্রস্তুত করা হচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক শনিবার দুপরে গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে আরও পাঁচ হাজার শয্যা প্রস্তুত রাখা হচ্ছে। যেখানে শয্যা দেওয়া সম্ভব সেখানেই প্রস্তুত করা হচ্ছে।
মন্ত্রী বলেন, ‘শুধু মেডিকেল কলেজগুলোতে না, যেখানে যেখানে শয্যা দেওয়া সম্ভব অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, কুয়েত মৈত্রী, কুর্মিটোলা, বার্ন ইনস্টিটিউট… যেখানে জায়গা আছে, আমরা বলে দিয়েছি শয্যা প্রস্তুত করার জন্য, কিছু শয্যা বাড়ানোর জন্য। প্রায় ১৪শ’ বেড নতুন করে বাড়াতে বলেছি। এখন যা শয্যা আছে সেটার সঙ্গে যোগ হবে। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালেও শয্যা রাখা হয়েছে। মোট ৫ হাজার শয্যা রাখতে বলেছি।’