ডেঙ্গুতে ৫ দিনেই তছনছ কোহিনুরের সংসার

0
390
সন্তান কোলে কোহিনুর আক্তার। ছবি: সংগৃহীত

২০ মাস বয়সী মেয়ে জাকিয়া জাফরিন আর স্বামী শেখ জহির রায়হানকে নিয়ে কোহিনুর আক্তারের সাজানো–গোছানো ছোট্ট সংসার ছিল। মাত্র পাঁচ দিনের ব্যবধানে পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) কোহিনুরের এই সাজানো সংসার শেষ হয়ে গেল। ডেঙ্গু জ্বর কেড়ে নিল কোহিনুরের জীবন।

কোহিনুরের স্বামী শেখ জহির রায়হান বলেন, গত শুক্রবার সকাল থেকে তাঁর স্ত্রীর জ্বর ছিল। ওই দিন বিকেলে কোহিনুরকে চিকিৎসকের কাছে নিয়ে যান তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরদিন শনিবার পপুলার ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে কোহিনুরের রক্ত পরীক্ষাসহ অন্য পরীক্ষাগুলো করানো হয়। পরীক্ষার ফলাফল দেখে জানতে পারেন, কোহিনুরের ডেঙ্গু হয়েছে। পরে চিকিৎসকের পরামর্শে ওষুধ নিয়ে বাড়ি ফেরেন তাঁরা। গত রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে কোহিনুরকে ভর্তি করানো হয়।

শেখ জহির রায়হান বলেন, রাজারবাগ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ছিল না। তাই সেখানকার চিকিৎসকেরা কোহিনুরকে লালমাটিয়ায় সিটি হাসপাতালে পাঠিয়ে দেন। গতকাল মঙ্গলবার সকালে সিটি হাসপাতালে নেওয়া হয় কোহিনুরকে। গতকাল তাঁর অবস্থার অবনতি হয়। সেদিন দিবাগত রাত দেড়টার দিকে কোহিনুর মারা যান।

জহির রায়হান বলেন, ‘আমাদের ১ বছর ৮ মাস বয়সী একটা মেয়ে আছে। ২৬ জুলাই জ্বর হলো, ৩১ জুলাই কোহিনুর মারা গেল। পাঁচ দিনেই সব শেষ।’

জানা গেছে, স্পেশাল ব্রাঞ্চের এসআই কোহিনুর আক্তার রাজধানীর মধ্য বাড্ডায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলেরর ভূঞাপুর উপজেলার অর্জুনা গ্রামে। তাঁর স্বামী শেখ জহির রায়হান একজন ব্যবসায়ী।

আজ বুধবার সকাল সাড়ে নয়টায় রাজারবাগে তাঁর জানাজা সম্পন্ন হয়েছে। কোহিনুরের মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.