বিএনপি-জামায়াত মানুষ পোড়ানোর রাজনীতি করে: তথ্যমন্ত্রী

0
110
সভায় বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি - সংগৃহীত

বিএনপি-জামায়াত মানুষ পোড়ানোর রাজনীতি করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, যারা মানুষ পোড়ায়, হত্যা-ষড়যন্ত্রের রাজনীতি করে, তাদের প্রতিহত করতে হবে।

শুক্রবার সন্ধ্যায় রাজশাহী বাঘার আড়ানিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ পরিবারের সব শহীদের স্মরণে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘটিয়েছিলেন জিয়াউর রহমান। আর ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছে তারেক রহমানের নির্দেশে। ছেলের অপকর্মের বিষয়টি খালেদা জিয়াও জানতেন। রাজনৈতিক অভিলাষ চরিতার্থে বিশ্বের কোথাও জীবন্ত মানুষ পোড়ানো হয়নি।’

হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর সবকিছু থমকে গিয়েছিল। দেশ পিছিয়ে পড়েছিল। কিন্তু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও দেশ এগিয়ে চলছে। এটি বিএনপি-জামায়াত পছন্দ করছে না। এ জন্য তারা টেনেহিঁচড়ে আমাদের নামাতে চায়।’

আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিদেশিরা বিএনপির তত্ত্বাবধায়ক সরকার দাবি গ্রহণ করেনি। এ জন্য তারা বিদেশিদের কাছে যাওয়া কমিয়ে দিয়েছে। কথায় কথায় ভারতকে গালি দেবেন, তাহলে বিদেশিরা কেন আপনাদের সমর্থন দেবে?’

আড়ানি মেনামহিনী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের  এ সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য আয়েন উদ্দীন, আদিবা আনজুম মিতা, সাবেক এমপি বেগম আক্তার জাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.