উত্তরার রবীন্দ্র সরণির উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল ও উত্তরা ক্রিসেন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের অভিযান চালিয়েছে র্যাব-১, স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের একটি দল। আজ সোমবার নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্ব এই অভিযান পরিচালিত হয়। এই সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা না করেই সার্টিফিকেট তৈরি করে রাখা, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যববহার এবং আমদানিনিষিদ্ধ ওষুধ বিক্রি করার প্রমাণ পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসব অপরাধের কারণে প্রতিষ্ঠানটিকে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়।





