টিজারে রহস্যময়ী বুবলী, নিরবের সঙ্গে তাসকিনের টক্কর

0
218
বুবলী নিরব ও তাসকিন

ক্যাসিনোর টাকার দুনিয়ার  রহস্যে ভরপুর জুয়ার খেলা উপজিব্য করে নির্মিত হয়েছে সিনেমা ‘ক্যাসিনো’।  সৈকত নাসির পরিচালিত সিনেমাটিতে প্রায় দুই বছর আগে শাকিব খানের বাইরের গিয়ে প্রথম বুবলি এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন নীরবের সঙ্গে। সেই ছবিটিই এবার মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ পেল ছবিটির টিজার। যদিও ঈদে আসবে কিনা তা টিজারে পুরোপুরি জানানো হয়নি।

প্রকাশিত ওই টিজারে কখনও আবেদনময়ী, কখনও রহস্যময়ী এক বুবলীকে দেখা গিয়েছে। এক মিনিটের টিজারের শেষ অংশে তার চোখ টিপ দেওয়া দর্শকদের ধাঁধায় ফেলে দিয়েছেন এই নায়িকা।

অন্যদিকে পুলিশ কর্মকর্তা নীরবের সঙ্গে টেক্কা দিদে দেখা গেল তাসকিন রহমানকে।  অ্যাকশন প্রধান্য পাওয়া টিজারটিতেও ছবির মূল বিষয়বস্তু ক্যাসিনোর অন্ধকার জগতকে তুলে আনা হয়েছে।

ছবির গল্প-চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। এতে আরও অভিনয় করেছেন দোয়েল ম্যাশ, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ। সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত ছবিটি পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.