নারী কেলেঙ্কারির অভিযোগে জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হওয়ার পর নতুন জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ এনামুল হক যোগদান করেছেন।
সোমবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা থেকে জামালপুরে গিয়ে কর্মস্থলে যোগ দেন তিনি।
তিনি গাড়ি থেকে নেমেই তার অফিস কক্ষে বসেন। এ সময় তার অফিসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, আমি এই জেলার উন্নয়নে সততা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চাই। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।
নতুন জেলা প্রশাসক তার অফিসে পৌঁছালে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নারী অফিস সহকারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের ঘটনায় সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীরকে ওএসডি করে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুক্ত করা হয়। একই দিন আরেকটি প্রজ্ঞাপনে জামালপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ এনামুল হককে।