জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিল্পোদ্যোগ-সাইবার সিকিউরিটি-ডেটা অ্যানালাইটিকসসহ ১২ বিষয়ে পিজিডিতে ভর্তির সুযোগ

0
153
জাতীয় বিশ্ববিদ্যালয়, ছবি : সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক বছর (দুই সেমিস্টার) মেয়াদি স্কিল-বেজড পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্সে ভর্তিতে আবেদন গ্রহণ চলছে। আগ্রহীরা আগামী ১৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে অনলাইনে। প্রাথমিক আবেদন ফি ৫০০ টাকা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এক বছর (দুই সেমিস্টার) মেয়াদি স্কিল-বেজড পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামের (দ্বিতীয় ব্যাচ) ১২টি বিষয়ে শিক্ষার্থী ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। অনলাইনে আবেদন করা যাবে ১৫ জুলাই পর্যন্ত।

১২টি বিষয় হচ্ছে

ল্যাঙ্গুয়েজ (ইংরেজি), ল্যাঙ্গুয়েজ (আরবি), এন্ট্রাপ্রেনিউরশিপ (শিল্পোদ্যোগ), ডিজিটাল মার্কেটিং, আইসিটি ইন অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, সাইবার সিকিউরিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ডেটা অ্যানালাইটিকস, ফার্মিং টেকনোলজি।

লিখিত পরীক্ষা কবে

এ প্রোগ্রামের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুলাই।
আগমী ৩০ আগস্ট থেকে এ ব্যাচের ক্লাস শুরু হবে।
ভর্তিসংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.