জীবনের ৩৪ বছর পূর্ণ করে ফেলেছেন বিরাট কোহলি। ৩৫তম জন্মদিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেছেন কিংবদন্তি এই ব্যাটার। ওয়ানডে ক্রিকেটে শচীন টেন্ডুলকারের সমান ৪৯ সেঞ্চুরির কীর্তি গড়েছেন।
জন্মদিনে সেঞ্চুরি করা দারুণ ব্যাপার বলে ম্যাচ শেষে মন্তব্য করেছেন কোহলি, ‘ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, আমাকে এভাবে দলের জন্য অবদান রাখতে সহায়তা করার জন্য। এতো দর্শকের সামনে এবং অসাধারণ এই স্টেডিয়ামে জন্মদিনে সেঞ্চুরি পাওয়া দারুণ ব্যাপার।’
সেঞ্চুরি করতে বেশ বেগ পেতে হয়েছে বিরাটের। ইডেন গার্ডেন্সের উইকেট সহজ ছিল না। বল ধীরে আসছিল। বিষয়টি নিয়ে কোহলি বলেছেন, ‘ব্যাটিং করার জন্য ট্রিকি উইকেট ছিল। রোহিত ও গিল ব্যাট হাতে দারুণ শুরু দিয়ে গেছেন। আমার কাজ ছিল ওখান থেকে দলকে এগিয়ে নিয়ে যাওয়া। ১০ ওভারের পর বল খুব গ্রিপ করছিল ও টার্ন নিচ্ছিল। আমার দায়িত্ব ছিল ম্যাচ গভীরে নেওয়া।’
রোহিতের সঙ্গে ১৩৪ রানের জুটি দিয়েছেন শ্রেয়াস আয়ার। ৭৭ রানের ইনিংস খেলেছেন শ্রেয়াস। তাকেও কৃতিত্ব দিয়েছেন রোহিত, ‘শ্রেয়াস খুব ভালো ব্যাটিং করেছে। আমরা তিন ও চারে ব্যাটিং করি। এশিয়া কাপের সময়ও আমারা জুটি নিয়ে অনেক আলাপ করেছি। হার্ডিক খেলতে পারছে না। আমরা জানতাম, আরও এক-দুইটা উইকেট পড়লে দলের জন্য কঠিন হবে।’