চুলা জ্বালানোর আগে রান্নাঘরের দরজা-জানালা ১৫ মিনিট খুলে রাখার পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে গ্যাস বিতরণ কোম্পানিটি।
রাজধানীর বিভিন্ন এলাকায় পাইপলাইন থেকে গ্যাস ছড়িয়ে পড়ার এক দিন পর বাসা-বাড়িতে গ্যাস ব্যবহারের এই সতর্কবার্তা দিয়েছে তিতাস। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেইসবুক পাতায় এই সতর্কবার্তা দিয়ে একটি পোস্টও দেওয়া হয়।
তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, রান্না ঘরের চুলা জ্বালানোর পূর্বে দরজা জানালা খুলে ১৫ মিনিট অপেক্ষা করুন। নির্ভয়ে ও নির্বিঘ্নে রান্না করুন। যে কোনো প্রয়োজনে তিতাস হট লাইন ১৬৪৯৬ নম্বরে কল করুন -তিতাস কর্তৃপক্ষ।”
গত সোমবার রাতে ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র ঝাঁঝাল গন্ধ পাওয়ার খবর ফায়ার সার্ভিসকে ফোন করতে থাকেন নগরবাসী। এ বিষয়ে তিতাসের পক্ষ থেকে বলা হয় ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে। ” পরে গ্যাসের চাপ কমিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয় বলে জানায় তিতাস।