চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান স্বাস্থ্য ‍উপদেষ্টার

0
31
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

চিকিৎসদের সন্তান সমতুল্য আখ্যা দিয়ে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র মৃত্যুর ঘটনা পীড়াদায়ক।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে এই আহ্বান জানান উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা করেছে। কিন্তু বড় আঘাত হওয়ায় বাঁচানো যায়নি। গাফিলতি হলে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু তা শুনে চিকিৎসকদের ওপর হাত তোলা হয়েছে। এটা ঠিক হয়নি। এরপর আরো দু ঘটনা ঘটেছে। যা দুঃখজনক।

স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, চিকিৎসকরা তাদের যথাসাধ্য দায়িত্ব পালন করেছে। কথায় কথায় চিকিৎসকদের গায়ে হাত তোলা যাবে না। যারা হামলা করেছে তাদের সিসিটিভি ফুটেজ দেখে আইনী ব্যবস্থা নেয়া হবে এমনটাও জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.