গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাবিবপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে কালিয়াকৈর থানা-পুলিশ।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তাঁর বয়স ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির পরনে লুঙ্গি, গায়ে খয়েরি রঙের শার্ট ও মুখে কাঁচাপাকা দাড়ি আছে।
পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার হাবিবপুর এলাকার একটি সরকারি বাগানে আজ সকালে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। নিহত ব্যক্তিকে দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অটোরিকশার চালক ছিলেন। দুর্বৃত্তরা তাঁর গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে গেছে।
কালিয়াকৈর থানার পরিদর্শক আবুল বাশার বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। নিহত ব্যক্তির আঙুলের ছাপ সংগ্রহ করে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।