কৃত্রিম বুদ্ধিমত্তার দাপটে ৫ বছরে দেড়কোটি কর্মসংস্থান হারাবে

0
145
কৃত্রিম বুদ্ধিমত্তা

বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও কৃত্রিম বুদ্ধিমত্তার দাপটে কর্মসংস্থানের বাজার সংকুচিত হচ্ছে। বিশ্বের অনেক বড় বড় প্রতিষ্ঠান কর্মী ছাটাই করে কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে ঝুঁকছে। এতে একদিকে যেমন চাকরির বাজার ছোট হচ্ছে, অন্যদিকে বেকার হচ্ছেন বহু মানুষ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রতিবেদনে জানা গেছে, আগামী পাঁচ বছরে বিশ্বব্যাপী চাকরির বাজার ব্যাপকহারে হ্রাস পাবে।

৮০০ এর বেশি কোম্পানির ওপর জরিপ চালিয়ে রোববার প্রতিবেদনটি প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স) মাত্রাতিরিক্ত ব্যবহারে কর্মসংস্থানে প্রভাব ফেলতে চলছে। মানুষের জায়গা নিয়ে নেবে রোবট। খবর সিএনএনের

সুইজার‍ল্যান্ডের দাভোসে বিশ্বনেতারা বৈঠকে আলোচনা করেছেন, ২০২৭ সালের মধ্যে ৬ কোটি ৯০ লাখ কর্মসংস্থান সৃষ্টির বিপরীতে ৬ কোটি ৯৯ লাখ চাকরি বিলুপ্ত করতে পারেন নিয়োগকর্তরা। ফলে এক কেটি ৪০ লাখ চাকরির বাজার হারাবে। যা বর্তমান কর্মসংস্থানের ২ শতাংশের সমান।

এর জন্য দায়ী করা হচ্ছে এআই প্রযুক্তিকে। তবে এই প্রযুক্তি পরিচালনার জন্যও নতুন কর্মী প্রয়োজন হবে। ২০২৭ সালের মধ্যে ডাটা বিশ্লেষক, বিজ্ঞানী, মেশিন লার্নিং বিশেষজ্ঞ এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়োগ বাড়তে পারে বলে এক পূর্বাভাসে জানিয়েছে ডব্লিউইএফ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.