আজ জন্মাষ্টমীর শোভাযাত্রা, বিকেলে যেসব সড়ক এড়িয়ে চলবেন

0
103
জন্মাষ্টমীর শোভাযাত্রা

শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন (জন্মাষ্টমী) আজ। এ উপলক্ষে মূল শোভাযাত্রা রাজধানীর শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ্ পার্কে গিয়ে শেষ হবে। শোভাযাত্রা চলাকালীন যানজট এড়াতে ওই এলাকায় গাড়ি চালক বা সড়ক ব্যবহারকারীদের বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত নিচের সড়কগুলো পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেটোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে শোভাযাত্রা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাসহ সড়ক ব্যবহারের কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, জন্মাষ্টমীর শোভাযাত্রা ঢাকেশ্বরী জাতীয় মন্দির-পলাশী বাজার-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট-বঙ্গবাজার-নগর ভবন-গোলাপ শাহ মাজার-গুলিস্তান মোড়-নবাবপুর রোড-রায়সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত যাবে।

ডিএমপির নির্দেশনায় শোভাযাত্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার জন্য নিম্নোক্ত নির্দেশনাবলি সবাইকে মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে-

১. জন্মাষ্টমীর শোভাযাত্রার রুটে কোনো ধরনের যানবাহন পার্কিং না করতে অনুরোধ করা হলো।

২. রুট এলাকার আশপাশের সব দোকান শোভাযাত্রা চলাকালীন বন্ধ রাখতে অনুরোধ করা হলো।

৩. উচ্চস্বরে সাউন্ড সিস্টেম না বাজানোর জন্য অনুরোধ করা হলো।

৪. শোভাযাত্রার শুরুতেই যোগ দিতে হবে, কোনোভাবেই মাঝপথে কোনো ব্যক্তি শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারবে না।

৫. নিরাপত্তার স্বার্থে হ্যান্ড ব্যাগ, ট্রলি ব্যাগ, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষতিকারক তরল, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইট  ইত্যাদি সঙ্গে নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে না।

৬. শোভাযাত্রা চলাকালীন রুটে কোনো ধরনের ফলমূল ছোড়া যাবে না।

৭. শোভাযাত্রা চলাকালীন রাস্তায় অহেতুক দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

৮. সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু দেখা গেলে তাৎক্ষণিক কাছাকাছি থাকা পুলিশকে জানানোর অনুরোধ

৯. শোভাযাত্রায় অংশগ্রহণের ক্ষেত্রে স্বেচ্ছাসেবক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরামর্শ মেনে চলার জন্য অনুরোধ করা হলো।

১০. ব্যারিকেড, পিকেটিং ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করুন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.