এবার বিগবস বিজয়ী হলেন সানা মকবুল

0
43
বিগবস বিজয়ী হলেন সানা মকবুল

এবার ‘বিগবস’ ওটিটি সিজন-৩ বিজয়ীর মুকুট পরলেন সানা মকবুল। রিয়ালিটি শো জিতে তিনি ঘরে তুললেন ট্রফি আর ২৫ লাখ রুপি পুরস্কার। যা বাংলাদেশি মুদ্রায় ৩৪ লাখ টাকারও বেশি।

শোটির শুরু থেকেই নিজের যোগ্যতার একের পর এক প্রমাণ দিয়েছেন। প্রতিবারই দর্শকদের কাছ থেকে পেয়েছেন বিপুল ভোট। তবে বিতর্কেও জড়িয়েছেন। আবার সেখান থেকে নিজেকে মুক্তও করেছেন।

জানা গেছে, রিয়ালিটি শোয়ের ঘরে সবার সঙ্গেই সুসম্পর্ক রেখে চলতেন সানা। তার খেলা দেখে ভীষণ আনন্দ পেতেন দর্শকরা। তাই প্রত্যেকবারই বিপুলসংখ্যক ভোট পেয়েছেন তিনি। শোতে তাকে যখনই কোনো কাজ দেওয়া হয়েছে, তা সঠিকভাবে পালন করতেন সানা।

বিগবসের আসরে সানার বন্ধু ছিল নাজী। বিজয়ীর মুকুট পরে জয়ের কৃতিত্ব নাজীকেই দিতে চাইলেন তিনি। অন্যদিকে বিগবসে দ্বিতীয় স্থানে রয়েছেন নাজী। এদিন আসা থেকে শুরু করে একসঙ্গে কাটানো সানা-নাজীরের বিভিন্ন মুহূর্তকে দেখানো হয় ‘বিগবস’র পর্দায়। তা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন সবাই।

প্রসঙ্গত, ‘বিগ বস’-এর আসরের ফাইনালিস্ট হিসেবে ছিলেন— সানা মকবুল ও নাজী, রণবীর শোরে, সাই কেতন রাও, কৃতি মালিক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.