এনজিওর নিবন্ধন প্রক্রিয়া সহজ হওয়া জরুরি: রিজওয়ানা হাসান

0
34
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এনজিওর নিবন্ধন প্রক্রিয়া সহজ হওয়া জরুরি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
 
মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীতে ব্র্যাক আয়োজিত বাংলাদেশ-আমেরিকা মৈত্রী প্রকল্পের প্রথম অনুদান প্রদান অনুষ্ঠানে এ অভিমত ব্যক্ত করেন তিনি।
 
রিজওয়ানা হাসান বলেন, এনজিওর কাজের ক্ষেত্রে আমাদের সরকারি পর্যায়ে অনেক প্রতিবন্ধকতা আছে। এনজিওর কাজের ক্ষেত্রে রেজিস্ট্রেশন লাগে, কিন্তু লোকাল লেভেলে যারা কাজ করেন, তাদের যদি প্রমোট না করতে দেন তাহলে রেজিস্ট্রেশনের বেড়াজালে আটকে পড়বে এনজিওগুলো।
 
তিনি বলেন, এনজিওর ভেরিফিকেশন প্রসেস অনেক দীর্ঘ। এনজিওর নিবন্ধন প্রক্রিয়া সহজ হওয়া জরুরি। শুধু শুধু স্থানীয় এনজিওগুলোকে আষ্টেপৃষ্ঠে বাধা দিয়ে তো আসলে লাভ নেই।
 
যেসব এনজিও আছে, নিজেদের কাজের সুবিধার্থে তাদের ঐকমত্যে আসা জরুরি বলেও মন্তব্য করেন এ উপদেষ্টা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.