উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। খবর বিবিসির।
বুধবার ভোরে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে ক্ষেপণাস্ত্র দু’টি ছোড়া হয়।
ক্ষেপণাস্ত্র দু’টি সর্বোচ্চ ৩০ কিলোমিটার উপরে উঠে ২৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জাপান সাগরে গিয়ে পড়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জিয়ং কিং-ডু জানিয়েছেন, এবার উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলো গত সপ্তাহে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলোর চেয়ে আলাদা।
তবে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে নিশ্চিত করেছেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জাপানের সুরক্ষায় কোনও প্রভাব পড়েনি।
গত সপ্তাহে উত্তর কোরিয়ার ছোড়া দু’টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি সর্বোচ্চ ৫০ কিলোমিটার উচ্চতায় উঠে ৬৯০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সাগরে পড়েছিল।
জুনে দুই কোরিয়ার মধ্যবর্তী সীমান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠকের পর গত সপ্তাহে প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।