এক দশকে বৈশ্বিক উষ্ণতা সীমা ছাড়ানোর আশঙ্কা

0
158
মিশরে গত ৬ নভেম্বর বিশ্ব জলবায়ু আলোচনায় বক্তব্য দেন জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেলের চেয়ারম্যান হোয়েসুং লি। ছবি- নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া।

আগামী এক দশকের মধ্যে বৈশ্বিক উষ্ণতা সীমা অতিক্রম করবে বলে আশঙ্কা করে হচ্ছে। তাই বিপজ্জনকভাবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধে দেশগুলোকে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের বিষয়ে সতর্ক হতে হবে।

সোমবার প্রকাশিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেলের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মানুষ যে হারে কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়াচ্ছে তাতে ২০৩০ সালের প্রথমার্ধেই বিশ্বব্যাপী গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। খবর- মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের।

২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির আওতায় কার্যত প্রতিটি দেশ বৈশ্বিক উষ্ণতাকে ১.৫ ডিগ্রি সেলসিয়াসে ধরে রাখার জন্য ‘প্রচেষ্টা চালিয়ে যেতে’ সম্মত হয়েছে। বিশ্বব্যাপী জীবাশ্ম-জ্বালানি নির্গমন রেকর্ড বলছে সেই লক্ষ্য দ্রুত নাগালের বাইরে চলে যাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখনো বৈশ্বিক উষ্ণতাকে তুলনামূলকভাবে নিরাপদ মাত্রায় ধরে রাখা সম্ভব। তবে এ জন্য বিশ্বব্যাপী সহযোগিতা, বিলিয়ন ডলার ও বড় পরিবর্তন প্রয়োজন।

প্রসঙ্গত, শিল্প যুগ শুরুর পর ইতোমধ্যে বৈশ্বিক উষ্ণতা গড়ে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.