উৎসবের রঙে মাতল ‘দেওয়ানা’

0
173
কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমের অষ্টম গান ‘দেওয়ানা’ মুক্তি পায় গত ২৪ জুন

একটা সময় আনন্দ-আয়োজনের একটা অংশ ছিল কাওয়ালি গান। প্রবীণেরা এখনো পুরোনো কোনো অনুষ্ঠানে এই কাওয়ালির ছোঁয়া দেখতে পেলে খুশি হন। তবে নতুন প্রজন্মের অনেকের কাছেই কাওয়ালি নিয়ে কোনো ধারণা নেই। কোক স্টুডিও বাংলা ধারাবাহিকভাবে তাদের আয়োজনে দেশের ঐতিহ্যকে তুলে ধরছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ তারা প্রকাশ করেছে ‘দেওয়ানা’ গানটি। এটি কাওয়ালি ও সুফি মিশ্রণ।

কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমের অষ্টম গান ‘দেওয়ানা’ মুক্তি পায় গত ২৪ জুন। কর্তৃপক্ষের প্রত্যাশা ছিল গানটির মাধ্যমে ঈদ–উৎসবকে রাঙিয়ে দেওয়ার। দর্শক-শ্রোতারা দেওয়ানা গানের উদ্‌যাপন করেছেন।
‘দেওয়ানা’ গানের একটি অংশ লিখেছেন মোহাম্মদ আবদুল গণি, যিনি ‘পাগল গণি মাস্তান’ নামে পরিচিত। বাকি অংশ লিখেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। ‘দেওয়ানা’ হলো স্রষ্টার ভালোবাসা, সৃষ্টিকর্তাকে কাছে পাওয়ার আকুলতা। ‘গণি পাগল’ ছিলেন একজন বাংলাদেশি কাওয়ালিশিল্পী। অধিকাংশ কাওয়ালির মতো তিনিও তাঁর গান পরম করুণাময়ের প্রতিই নিবেদন করতেন। গানটির কথায় কাওয়ালি–সংস্কৃতি ফুটে উঠলেও সুরের দিক থেকে এটি অনেকটাই ভিন্ন ধরনের। বাংলা কাওয়ালির সুর নিমেষেই শ্রোতাদের মন ভালো করে দিতে পারে।

ফুয়াদ আল মুক্তাদিরের দুর্দান্ত সংগীত প্রযোজনায় গানটি এবার পবিত্র ঈদুল আজহায় দর্শক-শ্রোতাদের মাতিয়ে তুলেছে। স্বতন্ত্র বৈশিষ্ট্যে বাংলা কাওয়ালি সংগীতে নতুন মাত্রা যোগ করেছেন তিনি। ফুয়াদ আল মুক্তাদির জানান, ‘বাংলা কাওয়ালির সঙ্গে আধুনিক সুরকে মেলানো বেশ মজার একটা চ্যালেঞ্জ ছিল। কাজটা আমরা দারুণ উপভোগ করেছি। আমাদের পর্দার পেছনের প্রচেষ্টার ফলাফল হিসেবে চমৎকার একটা গান তৈরি হয়েছে, এটা খুবই আনন্দের ব্যাপার। দর্শক-শ্রোতা ঈদের আনন্দে আমাদের গানকে সঙ্গী করেছেন, এটা পরম পাওয়া।’

ফুয়াদ আল মুক্তাদির
ফুয়াদ আল মুক্তাদিরকোক স্টুডিও বাংলা

‘দেওয়ানা’ গানে কণ্ঠ দিয়েছেন তিনজন শিল্পী—সৌম্যদ্বীপ শিকদার, তাসফিয়া ফাতিমা ও সূচনা শেলী। সৌম্যদ্বীপ শিকদার বলেন, ‘২০১৩-১৪ সালের দিকে আমি বাউল–ফকিরদের সঙ্গে ঘুরতাম। তখনই তাঁদের কাছ থেকে গানটি শিখি। কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমের আয়োজনে কী করা যায়, এমন ভাবনাতেই এই গানের আদি লিরিক খুঁজে বের করি এবং তারপর নানা প্রস্তুতি শেষে কোক স্টুডিওর আয়োজনে গাওয়া। এই গানে আমার অংশটুকু সুফি অংশ, যা অন্তরে প্রশান্তি দেয়। সুফি অংশের পাশাপাশি দেওয়ানা গানটিতে আছে কাওয়ালির আয়োজনও। আমার সহশিল্পীরা চমৎকারভাবে এই অংশ উপস্থাপন করেন।’
‘আমরা যে সংগীতপ্রেমি জাতি—এই গানের মধ্য দিয়ে তা আবারও সবাই বুঝতে পেরেছেন। দর্শক-শ্রোতারা “দেওয়ানা”র তালে তালে যেভাবে নেচে উঠেছেন, আমরা কৃতজ্ঞ,’ বললেন গানটির কণ্ঠশিল্পী সূচনা শেলী। তাসফিয়া ফাতিমা এককথায় বলেন, ‘এটা আমার জন্য অসাধারণ অভিজ্ঞতা ছিল।’

ঐতিহ্যের সঙ্গে মাতিয়ে তোলা সুর, পপ বেজলাইন ও সমসাময়িক সব উপাদানের মিশেলে বাংলা কাওয়ালি সংগীতের রিয়েল ম্যাজিক ফুটে উঠেছে ‘দেওয়ানা’য়। মূল শিল্পীরা ছাড়াও গানটিতে শায়ান চৌধুরী অর্ণব ছিলেন একতারা হাতে। আরও ছিলেন রিপন কুমার সরকার (বগা)। দর্শক-শ্রোতারা জনপ্রিয় সংগীতশিল্পী লাবিক কামাল গৌরব এবং মোক্তাদির দেওয়ানের দোতারা এবং বিট বক্সিংয়ের জাদুকরী দ্বৈত পরিবেশনা উপভোগ করেছেন।

সৌম্যদ্বীপ শিকদার
সৌম্যদ্বীপ শিকদারকোক স্টুডিও বাংলা

কোক স্টুডিও বাংলার সংগীতায়োজক ও সংগীতশিল্পী অর্ণব বলেন, ‘গানটি আসলে আমরা সবাই মিলেই গেয়েছি। একসঙ্গে তালে তাল মিলিয়ে পুরো টিম আনন্দ উদ্‌যাপন করেছি।’
এই আনন্দ উদ্‌যাপনের আড়ালের গল্পটা কেমন ছিল? গানটির সংগীতায়োজক ফুয়াদ আল মুক্তাদির জানান, ‘গানের পরিকল্পনা, কিছু কাজ গোছানোর পর আমি ১০ দিনের জন্য দেশে আসি। এসে কাজের শুরুতেই ৩ থেকে ৪ দিন চলে যায়, এদিকে অর্ণবের স্টুডিওতে চলছে মেরামতের কাজ। সারাক্ষণ খুটখাট শব্দ। আমার দিশাহারা লেগেছিল। কাজটি কি শেষ করতে পারব? ১০ দিনের মধ্যে কি ফিরতে পারব? পরে আমরা অন্য স্টুডিওতে কাজটা করি। শুটিংয়ে দিনব্যাপী প্রত্যেক শিল্পীর কী পরিশ্রম! কমফোর্ট জোনে বসে গান করা আর এমন গান তৈরির মধ্যে আকাশ-পাতাল তফাত।’

সংগীতশিল্পী তাসফিয়া বলেন তাঁর অভিজ্ঞতার কথা, ‘যখন জানতে পারলাম আমার গানের অংশটুকু কাওয়ালি, পরিকল্পনা করি আমার পোশাকে মিসরীয় একটা আমেজ আনব। আমার নকশায় তৈরি হলো সেটি। ওমা, পোশাক পরে দেখি মিসরীয় আবহ কী, আমাকে লাগছে “ওয়ান্ডার ওম্যানে”র মতো! হা হা হা…!’
তাসফিয়াসহ এই গানের সঙ্গে সংশ্লিষ্ট সবার মতে, আনন্দের মধ্য দিয়েই তাঁরা কাজটি করেছেন আর তার প্রতিফলন দেখেছেন দর্শক-শ্রোতার মধ্যে। ‘দেওয়ানা’দলের আনন্দসঙ্গী হওয়ায় দর্শক-শ্রোতাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সবাই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.