ঈদযাত্রায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত বেড়ে ৪

0
97
বগুড়ায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষ

ঈদযাত্রায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত বেড়ে ৪

বগুড়ায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষের ঘটনায় বাসের এক যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে।

শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার এরুলিয়ায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক ফাইন মণ্ডল, বাসের ম্যানেজার হান্নান মিয়া ও চেইন মাস্টার আলমগীর হোসেন। তিনজনই প্রাইভেট কারের যাত্রী ছিলেন। হাসপাতালে নিহত বাসযাত্রীর পরিচয় জানা যায়নি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, বগুড়াগামী একটি বাসের সঙ্গে নওগাঁগামী একটি প্রাইভেট কারের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই হান্নান ও আলমগীর মারা যান। পরে গুরুতর অবস্থায় প্রাইভেট কার চালক ফাইনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহত অজ্ঞাতপরিচয় এক বাসযাত্রী শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ওসি বলেন, মৃতদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.