ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ২৭

0
17
ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধস

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে বন্যা ও ভূমিধসে অন্তত ২৭ জনের প্রাণহানি হয়েছে। দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে, গত সপ্তাহ থেকে প্রবল বৃষ্টিপাতের কারণে অন্তত চারটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধস হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

উত্তর সুমাত্রা পুলিশের মুখপাত্র হাদি ওয়াহিউদি রয়টার্সকে জানান, সবশেষ বুধবার (২৭ নভেম্বর) দেলি সেরদাং গ্রামে ভূমিধসে ৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। এছাড়া, কাদার নিচে চাপা পড়েছে অনেক ঘরবাড়ি ও যানবাহন, এমনটা জানিয়েছেন উত্তর সুমাত্রার একজন সরকারি কর্মকর্তা।

ইন্দোনেশিয়ার দুর্যোগ মন্ত্রণালয় জানায়, প্রদেশটিতে গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের কারণে চারটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বিধ্বস্ত হয়েছে সড়ক, ঘরবাড়ি। উপড়ে পড়েছে গাছপালা। বন্যার কবলে পড়েছে প্রদেশটির রাজধানী মেদানও।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.