ইউক্রেনে দখল করা অঞ্চলে নির্বাচনের আয়োজন রাশিয়ার

0
160

চলমান সংঘাতের মধ্যে ইউক্রেনে রাশিয়ার দখল করা ৪ অঞ্চলে চলছে ভোট গ্রহণ। মস্কো মনোনীত কর্তৃপক্ষ বৃহস্পতিবার ভোট গ্রহণ শুরুর ঘোষণা দেয়। তা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসন- এ চার অঞ্চল নির্বাচন হলেও এর কোনোটিই পুরোপুরি নিয়ন্ত্রণ করছে না রাশিয়া। ২০১৪ সালে রাশিয়ার অন্তর্ভুক্ত হওয়া ক্রিমিয়াসহ এই পাঁচ অঞ্চলের আয়তন ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ। গত বছর এ অঞ্চলগুলোকে নিজেদের অংশ বলে ঘোষণা দেয় মস্কো।

গত বছরের অক্টোবরে জাতিসংঘের সাধারণ পরিষদে অনুষ্ঠিত ভোটে তিন-চতুর্থাংশ সদস্য দেশই রাশিয়ার এমন পদক্ষেপ  ‘অবৈধ অন্তর্ভুক্তি’ বলে নিন্দা জানিয়েছে।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, এসব নির্বাচন অবৈধ। এর মধ্য দিয়ে বোঝা যায়, ইউক্রেন ভূখণ্ড থেকে সব সেনাকে প্রত্যাহার না করে নেওয়া পর্যন্ত মস্কোর সঙ্গে কোনো ধরনের শান্তি আলোচনা সম্ভব নয়।

চার অঞ্চলে নির্বাচনের মধ্য দিয়ে মস্কো–সমর্থিত প্রশাসনের জন্য গভর্নর নির্বাচন করা হবে। এই নির্বাচনে গভর্নর প্রার্থীরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুমোদন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.