আর্টিলারি রেজিমেন্টকে প্রযুক্তি ও পেশাগত দক্ষতায় জোর দেওয়ার তাগিদ সেনাপ্রধানের

0
37
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
আর্টিলারি রেজিমেন্টকে প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা ও পেশাগত দক্ষতায় জোর দেওয়ার তাগিদ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
 
সোমবার (১১ নভেম্বর) চট্টগ্রামে সেনাবাহিনী প্রধান কর্তৃক রেজিমেন্ট অব আর্টিলারির ৪৩তম বার্ষিক অধিনায়ক সম্মেলন এবং ৫০০ শয্যার আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এই তাগিদ দেন।
 
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধান উপস্থিত রেজিমেন্ট অব আর্টিলারির অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে রেজিমেন্ট অব আর্টিলারির গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সেই সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য রেজিমেন্ট অব আর্টিলারির সকল সদস্যদের প্রতি আহ্বান জানান।
 
এ ছাড়া রেজিমেন্ট অব আর্টিলারির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান এই রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
 
এ সময় সেনাপ্রধান নবগঠিত ‘আর্মি এয়ার ডিফেন্স কোর’ থেকে জ্যেষ্ঠতম ইউনিট অধিনায়ককে সোল্ডার টাইটেল ও ক্যাপ ব্যাজ দ্বারা অলংকৃত করেন। এ ছাড়াও তিনি পরিচালক, এডহক আর্মি এয়ার ডিফেন্স পরিদপ্তরের নিকট নবগঠিত কোরের পতাকা হস্তান্তর করেন।
 
অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি ব্রিগেডের কমান্ডার, আর্টিলারি ইউনিটসমূহের অধিনায়করাসহ গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.