আমি চাই সবাই আমাকে ভালোবাসুক: সুস্মিতা

0
139
সুস্মিতা চট্টোপাধ্যায়

খুশিতে ডগমগ বাঙালি অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। কারণ, এখন তিনি প্যান ইন্ডিয়ান ছবির নায়িকা। নিজের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি ‘চেঙ্গিজ’-এর ট্রেলার মুক্তি পেয়েছে সম্প্রতি। রাজেশ গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক হচ্ছে টলিউড সুপারস্টার জিৎ-এর। আর তাঁর হাত ধরে সুস্মিতাও বলিউডে পা রাখতে চলেছেন। এই প্রথম কোনো বাংলা ছবি একই দিনে হিন্দিতে মুক্তি পাবে।

সুস্মিতা চট্টোপাধ্যায়

সুস্মিতা চট্টোপাধ্যায়
ফেসবুক

ছবিটি ঈদে মুক্তি পাবে। ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে সুস্মিতা প্যান ইন্ডিয়ান স্তরে নিজের অভিষেকে আপ্লুত হয়ে বলেন, ‘আমাকে যখন প্রথম বলা হয়েছিল ‘চেঙ্গিজ’ প্যান ইন্ডিয়ান ছবি, আমার তখন বিশ্বাসই হয়নি। সত্যি বলতে, এখনো বিশ্বাস হচ্ছে না! আমার তখন মনে হয়েছিল তাঁরা আমার সঙ্গে ঠাট্টা করছেন। এখনো মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি। কিন্তু এটা স্বপ্ন নয়, বাস্তব। আমি যে কতটা খুশি, বলে বোঝাতে পারব না।’

সুস্মিতা আপ্লুত হয়ে আরও বলেন, ‘সব মিলিয়ে আমি দারুণ উত্তেজিত! ছোটবেলা থেকে অভিনেত্রী হতে চেয়েছিলাম।

সুস্মিতা চট্টোপাধ্যায়

সুস্মিতা চট্টোপাধ্যায়
ইনস্টাগ্রাম

কিন্তু বাড়ির সবাই শুধু পড়াশোনা করার কথা বলতেন। আমি পড়াশোনা শেষ করেছি। আর এখন আমি অভিনেত্রী। আমি চাই সবাই আমাকে ভালোবাসুক। আমি আরও খুশি যে এই প্রথম বাংলা ছবি প্যান ইন্ডিয়া স্তরে মুক্তি পাচ্ছে। এই ছবির অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছি। আর আশা করি, সবাই আমাদের ভালোবাসায় ভরিয়ে দেবেন।’

সুস্মিতাকে এর আগে ‘প্রেম টেম’, ‘পাকা দেখা’, ‘কাছের মানুষ’সহ আরও বেশ কিছু বাংলা ছবিতে দেখা গেছে। নিজের এই ফিল্মি ভ্রমণ নিয়ে সন্তুষ্ট এই তরুণ নায়িকা।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার নিজেকে অনেক লাকি বলে মনে হয়। আর আমার এই ভ্রমণ ম্যাজিক্যাল। আজ যে জায়গায় পৌঁছেছি, তার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে।

সুস্মিতা চট্টোপাধ্যায়

সুস্মিতা চট্টোপাধ্যায়
ইনস্টাগ্রাম

তবে অবশেষে আমি দেখছি যে আমার সব স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। আমি জীবনের প্রতিটা মুহূর্ত প্রাণভরে বাঁচতে চাই। আমার মা–বাবা আমাকে নিয়ে গর্ব করুক।’ তিনি বলেন, ‘আমি আমার কাজকে অত্যন্ত ভালোবাসি। কাজ আমার কাছে আবেগ। তাই কোনো পরিশ্রমই আমার গায়ে লাগে না। তবে চড়াই-উতরাই জীবনের অঙ্গ।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.