আমন মৌসুমে ৭ লাখ টন ধান ও চাল কিনবে সরকার

0
132
আজ মন্ত্রিপরিষদ বিভাগে সরকারের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা হয়। ছবি: মোশতাক আহমেদ

আসন্ন আমন মৌসুমে মোট সাত লাখ টন চাল ও ধান কিনবে সরকার। এর মধ্যে দুই লাখ টন ধান ও পাঁচ লাখ টন চাল।

আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সরকারের খাদ্যপরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সভায় চলতি বছরের আমন ধান ও চালের দাম ও সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

খাদ্যমন্ত্রী জানান, চার লাখ মেট্রিক টন সেদ্ধ চাল কেনা হবে ৪৪ টাকা কেজি দরে ও এক লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে ৪৩ টাকা কেজি দরে। আর দুই লাখ টন ধান কেনা হবে ৩০ টাকা কেজি দরে।

সাংবাদিকদের এক প্রশ্নর জবাবে সাধন চন্দ্র মজুমদার বলেন, বর্তমানে সরকারি গুদামে খাদ্যশস্য মজুতের পরিমাণ ১৭ লাখ ৭৩ হাজার মেট্রিক টন। এ ছাড়া প্রায় সাড়ে চার লাখ টন গম সরবরাহ লাইনে আছে।

সভায় উপস্থিত কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, আপত্কালে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং গরিব মানুষদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতায় খাদ্যপণ্য দেওয়ার জন্য এই ধান–চাল সংগ্রহের লক্ষ্য।

সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.