নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, ‘আমরা অচিরেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করব। কে এল কে গেল, তা আমাদের দেখার বিষয় নয়। সর্বশেষ এপ্রিল মাসে বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে। তাদের আমরা আসতে বলেছিলাম। চায়ের দাওয়াত দিয়েছি। বলেছিলাম, আসেন কথা বলি। কিন্তু তারা আসেনি। বিএনপি আমাদের আস্থায় নিচ্ছে না। আমাদের মানেই না।’
আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
উপনির্বাচনে আইনশৃঙ্খলা–সংক্রান্ত বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার উপপরিচালক বশির উদ্দিন। সভায় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনের প্রার্থী ও নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে এখনো কোনো কিছু বলতে পারছি না। তাদের সঙ্গে বসব কি বসব না, তফসিল ঘোষণার পর সিদ্ধান্ত নেব।’
আনিছুর রহমান আরও বলেন, ‘ওনারা (বিএনপির নেতারা) আমাদের সঙ্গে কথা বলবেন না। এরপর আর কিছু বলার থাকে না। আমরা তো আর তাঁদের জোর করে আনতে পারব না। আমাদের যতটুকু কর্তব্য, এর মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই। রাজনৈতিক বিষয় রাজনীতিবিদেরাই সমাধান করবেন। কীভাবে সমাধান করবেন, সেটা তাঁদের বিষয়।’