৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ। ধর্মশালা, চেন্নাই, পুনে, মুম্বাই, কলকাতা ও দিল্লি—এ ছয়টি ভেন্যুতে গ্রুপপর্বের ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ ২০২৩ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি।
৫ অক্টোবর আহমেদাবাদে গতবারের ফাইনাল খেলা দুই দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। ১৫ নভেম্বর মুম্বাই ও ১৬ নভেম্বর কলকাতায় হবে দুটি সেমিফাইনাল। ১৯ নভেম্বর আহমেদাবাদে হবে ফাইনাল।
২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের সূচি
প্রতিপক্ষ | তারিখ | ভেন্যু |
আফগানিস্তান | ৭ অক্টোবর | ধর্মশালা |
ইংল্যান্ড | ১০ অক্টোবর | ধর্মশালা |
নিউজিল্যান্ড | ১৪ অক্টোবর | চেন্নাই |
ভারত | ১৯ অক্টোবর | পুনে |
দক্ষিণ আফ্রিকা | ২৪ অক্টোবর | মুম্বাই |
বাছাইপর্ব ১ | ২৮ অক্টোবর | কলকাতা |
পাকিস্তান | ৩১ অক্টোবর | কলকাতা |
বাছাইপর্ব ২ | ৬ নভেম্বর | দিল্লি |
অস্ট্রেলিয়া | ১২ নভেম্বর | পুনে |
বিস্তারিত আসছে…