৬২৫৮ রাউন্ড গুলিসহ লুণ্ঠিত ৩০৯টি অস্ত্র ও সাউন্ড গ্রেনেড উদ্ধার

0
35
পুলিশ

সারাদেশে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সৃষ্ট অস্থিতিশীল পরিবেশে বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। যেগুলো সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করতে শুরু করেছে পুলিশ।

বুধবার (১৪ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লুণ্ঠিত ৩০৯টি অস্ত্র, ৬ হাজার ২৫৮ রাউন্ড গুলি, ৩১৮ টিয়ার গ্যাস সেল, ২টি টিয়ার গ্যাস গ্রেনেড এবং ৯টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের দাবিতে শিক্ষার্থীদের ৩৬ দিনব্যাপী আন্দোলনে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। ছাত্রদের এই কোটাবিরোধী আন্দোলন এক সময় গণঅভ্যুত্থানে রূপ নেয়। যার ফলে গত ৫ আগস্ট দুপুরে প্রধানমন্ত্রী পদত্যাগ করে বিদেশে পালিয়ে যান শেখ হাসিনা।

ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিলেন তখন কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতকারী রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থানায় আক্রমণ, ভাঙচুরসহ অগ্নিসংযোগ এবং লুটপাট করে। লুটপাটের একপর্যায়ে দুর্বৃত্তরা অস্ত্র-গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুট করে নিয়ে যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.