৫০০ গোলে যে চূড়ায় উঠলেন রোনালদো

0
153
আল ওয়েহদার বিপক্ষে ৪ গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, ছবি: টুইটার

প্রথম ৫০০
লিগ পর্যায়ে ফুটবলে রোনালদোর গোল এখন ৫০৩টি। ২০ বছরের ক্যারিয়ারে এই গোল করেছেন ৫টি ক্লাবের হয়ে। পর্তুগালের স্পোর্তিংয়ের হয়ে ৩টি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই দফায় ১০৩টি, রিয়াল মাদ্রিদের হয়ে ৩১১টি, জুভেন্টাসের হয়ে ৮১টি ও আল নাসরের হয়ে ৫টি।
লিগ ফুটবলে ৪৯৭ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি।

লিগ ফুটবলে রোনালদোর গোল এখন ৫০৩টি

লিগ ফুটবলে রোনালদোর গোল এখন ৫০৩টি
ছবি: টুইটার

টানা ১৪ বছর
২০১০ থেকে ২০২২—টানা ১৪টি মৌসুমে হ্যাটট্রিক করেছেন রোনালদো। সব মিলিয়ে তাঁর হ্যাটট্রিকের সংখ্যা ৬১। এর মধ্যে ৩০টি হ্যাটট্রিক বয়স ৩০ পূর্ণ হওয়ার আগে, বাকি ৩১টি ৩০-এর পরে।

মেসির মোট হ্যাটট্রিক ৫৬টি।

১১-তে পদার্পণ
এক ম্যাচে চার বা এর বেশি গোল রোনালদোর জন্য খুব বিরল কিছু নয়। গত রাতের আগেও এই কীর্তি গড়েছিলেন আরও ১০ বার। সেই ম্যাচগুলো ছিল ২০১০ সালে রেসিং, ২০১১ সালে সেভিয়া, ২০১৪ সালে এলচে, ২০১৫ সালে গ্র্যানাডা (৫টি), এসপানিওল (৫টি) ও মালমো, ২০১৬ সালে সেল্তা ভিগো ও অ্যান্ডোরা, ২০১৮ সালে জিরোনা এবং ২০১৯ সালে লিথুয়ানিয়ার বিপক্ষে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.