সেঞ্চুরির স্বাদটা ভুলেই গিয়েছিলেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক বা ঘরোয়া, টেস্ট, ওয়ানডে, টি–টোয়েন্টি কিংবা ‘লিস্ট এ’—কোনো পর্যায়েই ২০১৯ সালের পর তিন অঙ্কের ইনিংস খেলতে পারেননি তিনি। অবশেষে অপেক্ষা ঘুচল আজ।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সেঞ্চুরি করেছেন সাকিব। বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে ৭৯ বলে ১০৭ রান আসে তাঁর ব্যাট থেকে। ইনিংসে ৯টি চারের সঙ্গে ৭ ছক্কা।
সাকিবের সেঞ্চুরিটি এসেছে এমন দিনে, যখন চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শুরুর অপেক্ষায় বাংলাদেশ দল। প্রথম তিন ম্যাচের দল ঘোষণায় নির্বাচকেরা জানিয়েছিলেন, আপাতত ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে চান সাকিব।
এবারের লিগে শেখ জামালে যোগ দেওয়া সাকিব আজকের আগে খেলেছিলেন ৪ ম্যাচ। আজ পঞ্চম ম্যাচে মাঠে নেমেই খেলেন ঝোড়ো ইনিংস। অথচ শুরুটা ছিল রয়েসয়ে।
সাকিব যে কোনো সংস্করণে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৯ বিশ্বকাপে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টন্টনে।