৫ দিনের রিমান্ডে সাবেক গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির

0
27
সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী

পল্টন থানার মকবুল হত্যা মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ মেট্রপলিটিন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

এর আগে, শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড আদেদন করেন তদন্তকারী কর্মকর্তা। পরে শুনানি শেষে তার ৫ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন বলেন, রাজনৈতিক কারণে মিথ্যা মামলায় সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরকে ফাঁসানো হয়েছে। বিএনপি অফিসে হামলার সাথে তিনি জড়িত নন।

গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

প্রসঙ্গত, উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০১১ সালে উপনির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর শেখ হাসিনার গঠিত মন্ত্রিসভায় তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.