৪ বলে ৪ ছক্কা না মেরেও যেভাবে ২৪ রান নিয়ে দলকে জেতালেন হারপ্রীত

0
10
হারপ্রীত ব্রার, এক্স

৪ বলে রান লাগত ২৪। যেকোনো পর্যায়ের ক্রিকেটেই এই সমীকরণ মেলানো কঠিন। তবে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে আজ এই কঠিন সমীকরণ মিলিয়েছেন পাঞ্জাব অলরাউন্ডার হারপ্রীত ব্রার। সেটাও ৪ বলে ৪টি ছক্কা না মেরেই!

হারপ্রীত মূলত ৪ বলে নিয়েছেন ২৩ রান, যা এসেছে চরম নাটকীয়তার মধ্যে দিয়ে। মিজোরামের পেসার খিয়াংতে ভানরোতলিঙ্গার করা ওভারের তৃতীয় বলে হারপ্রীত মারেন ৪, চতুর্থ বলে ছক্কা।

তাতে সমীকরণ দাঁড়ায় ২ বলে ১৪ রানের। এই ২ বলে হারপ্রীত দুটি ছক্কা মারলেও ম্যাচ জেতা সম্ভব হতো না পাঞ্জাবের। তবে পরের বলটি ভানরোতলিঙ্গা দেন ওয়াইড। তাতে পাঞ্জাবের ২ বলে দরকার হয় ১৩ রান। পরপর দুই বলে দুটি ছক্কা মারেন হারপ্রীত। তাতে পাঞ্জাবের রানও হয় মিজোরামের সমান ১৭৬। ম্যাচ যায় সুপার ওভারে।

সেই সুপার ওভারে ভারতীয় অলরাউন্ডার রামানদীপ সিংয়ের এক ছক্কা ও এক চারে পাঞ্জাব তোলে ১৫ রান। মিজোরাম সুপার ওভারে করতে পারে ৭ রান। ৭ বলে ২৩ রান করা হারপ্রিত হন ম্যাচসেরা।

এবারের টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন পাঞ্জাবের এটি ৪ ম্যাচের মধ্যে দ্বিতীয় জয়। মিজোরাম হেরেছে ৪ ম্যাচেই। পাঞ্জাবের অলরাউন্ডার হারপ্রিত ব্রারকেও আইপিএল নিলামেও ১ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছেন পাঞ্জাব কিংস। বোঝাই যাচ্ছে, বেশ বুঝেশুনেই তাঁকে নিয়েছে প্রীতি জিন্তার মালিকানাধীন দলটি।

মুশতাক আলী ট্রফিতে গত ৩ দিনের মধ্যে দুইবার ১ ওভারে ৪টি ছক্কা মেরেছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আজ বারোডার হয়ে ত্রিপুরার স্পিনার পারভেজ সুলতানের ওভারে হার্দিক নেন ২৮ রান। গত ২৭ নভেম্বর তামিল নাড়ুর বিপক্ষে ম্যাচে ১ ওভারে নেন ২৯।

গত পরশু একই টুর্নামেন্টে গুজরাটের ব্যাটসম্যান উর্বিল প্যাটেল ২৮ বলে করেছেন সেঞ্চুরি, যা কিনা ভারতীয় ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুততম। আর স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.