তিনদিন পর রাজশাহীতে আবারও বেড়েছে শীতের তীব্রতা। একদিনে তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দুদিনও সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির ওপরে ছিল।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, গত তিনদিন আকাশে মেঘ ছিল। তাই তাপমাত্রা বেশি ছিল। মেঘ কেটে যাওয়ায় তাপমাত্রা হঠাৎ কমে গেছে। আগামী দুই-তিন দিন তাপমাত্রা আরও কমতে পারে।
এদিকে, মঙ্গলবার সকালে সূর্যের দেখা মিললেও তেজ কম। উত্তরের কনকনে হিমেল হাওয়া ঘণ্টায় ৬-৭ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে। এতে শীতের তীব্রতা আরও বেড়ে যায়। তবে রোদ থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীত কিছুটা কমে আসবে।