৪ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিলো হামাস, ৬০০ ফিলিস্তিনিকে মুক্তি

0
13
৬০০ জনের বেশি ফিলিস্তিনিকে ইসরায়েল মুক্তি

যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ৬০০ জনের বেশি ফিলিস্তিনি কারাবন্দিকে ইসরায়েল মুক্তি দেয়ার কিছু পরেই এই চার জিম্মির মরদেহ হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভোরে কড়া সেনা পাহারায় ৬২০ ফিলিস্তিনিকে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছে দেয়া হয়। একইদিন রেড ক্রসের কাছে ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, চারজন জিম্মির মরদেহবাহী কফিন তারা পেয়েছে। আনুষ্ঠানিকভাবে তাদের মরদেহ শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম জানায়, দেশটির কাছে হামাস যে চারজন জিম্মির মরদেহ হস্তান্তর করেছে, তারা হলেন– ওহাদ ইয়াহালোমি, সাচি ইদান, ইতজিক এলগারাত ও সোলোমো মনসুর।

উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী গত শনিবার ৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। তাদের সঙ্গে চার জিম্মির মৃতদেহও হস্তান্তর করে তারা। বিনিময়ে ৬২০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দেয়ার কথা ছিল ইসরায়েলের। কিন্তু হামাস জিম্মিদের সঙ্গে ‘অসম্মানজনক আচরণ’ করছে অভিযোগ তুলে বন্দিদের মুক্তি স্থগিত করে ইসরায়েল।

এরপর হামাসের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। তারা দাবি করে, আগে ফিলিস্তিনি কারাবন্দিদের মুক্তি দিতে হবে। তাহলেই কেবল মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে আলোচনা করবে হামাস।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.