২৪ ঘণ্টার মধ্যে বিএনপিকে নারায়ণগঞ্জ ছাড়া করব: শামীম ওসমান

0
166
নিজের অনুসারী নেতা–কর্মীদের নিয়ে প্রস্তুতি সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য শামীম ওসমান। শনিবার বিকেলে নগরের চাষাঢ়া রাইফেলস ক্লাবে

২৪ ঘণ্টার মধ্যে বিএনপিকে নারায়ণগঞ্জ ছাড়া করার হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, ‘ওরা (বিএনপি) বলে পুলিশ ছাড়া মাঠে আসতে। আমি পুলিশের কাছে অনুরোধ করব, ওদের পক্ষে থাকেন। ২৪ ঘণ্টায় বিএনপিকে নারায়ণগঞ্জ ছাড়া করব।’

আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকার রাইফেলস ক্লাবে আয়োজিত এক প্রস্তুতি সভায় শামীম ওসমান এ হুঁশিয়ারি দেন। স্বাধীনতাবিরোধী দেশি-বিদেশি অপশক্তির বিরুদ্ধে ‘দেশ বাঁচাও’ স্লোগানে অনুসারী নেতা-কর্মীদের নিয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করেন তিনি। সভা শেষে তিনি ১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরে জনসভা করার ঘোষণা দেন।

সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জে এখন রাস্তায় দাঁড়িয়ে জাতির পিতার কন্যাকে গালি দিয়ে মিছিল করে। মিছিল করুক, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু তাঁরা যে ভাষায় গালি দিচ্ছেন, তা মেনে নেওয়া যায় না। সাংবাদিক ভাইয়েরা আপনাদের সাক্ষী রেখে বলছি, এমনিতেই তো আমাকে গডফাদার বলে। বিএনপি-জামায়াতের কাছে ডাইরেক্ট ম্যাসেজ দিচ্ছি, যাঁরা জাতির পিতার কন্যাকে গালি দিচ্ছেন, তাঁরা একদম সাবধান হয়ে যান। এত কঠোর জবাব দেওয়া হবে যে উঠে দাঁড়াতে পারবেন না।’

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘রাজনীতি করতে চাইলে সুষ্ঠুভাবে করেন। গাড়িতে আগুন দেবেন, মানুষ পুড়িয়ে মারবেন, নেত্রীকে খারাপ গালি দেবেন, সেটা হবে না। আমরা কিন্তু বিকলাঙ্গ না, আমাদের কোনো বিশেষ সাহায্য লাগে না। আমাদের পুলিশ, বিডিআর, র‍্যাবের প্রয়োজন হয় না। এত দিন ধৈর্য ধরেছি, সামনে আর ধৈর্য ধরব না। জনগণ যদি নির্দেশ দেয়, তাহলে কারও বাড়িঘর রক্ষা পাবে না। পরের চিন্তা পরে করব।’

আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘চারদিকে ষড়যন্ত্র হচ্ছে। যারা একাত্তরে বিরোধিতা করেছিল, তারা ষড়যন্ত্র করছে। সামনে খারাপ সময় আসছে। এই সময়টাতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল আল কায়সার, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.