প্যারিসের পালস বিল্ডিংয়ে গতকাল অনুষ্ঠিত হলো ২০২৪ অলিম্পিকের ফুটবল ইভেন্টে ছেলে ও মেয়েদের দলগুলোর ড্র অনুষ্ঠান। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার তুলনায় নিজেদের গ্রুপে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছে গত বিশ্বকাপে রানার্সআপ দল ফ্রান্স।
‘বি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো, ইউক্রেন এবং এএফসি থেকে কোয়ালিফাই করা তৃতীয় দল। আর ‘এ’ গ্রুপে ফ্রান্সের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং এএফসি ও সিএএফের মধ্যে প্লে–অফে জয়ী দল। এশিয়া থেকে কোয়ালিফাই করা তৃতীয় দল এবং এএফসি-সিএএফ প্লে–অফে জয়ী দল এখনো নির্ধারিত হয়নি।
অলিম্পিকের ফুটবল ইভেন্টে এবার টানা তৃতীয়বারের মতো স্বর্ণ জয়ের স্বপ্ন দেখেছিল ব্রাজিল। কিন্তু গত মাসে আর্জেন্টিনার কাছে ১-০ গোলের হারে প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টের মূল পর্বেই পৌঁছাতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার সামনে ফুটবল ইভেন্ট থেকে তৃতীয় স্বর্ণপদক তুলে নেওয়ার সুযোগ। ২০০৪ ও ২০০৮ অলিম্পিকের ফুটবল ইভেন্টে স্বর্ণ জিতেছে আর্জেন্টিনা। এর মধ্যে সর্বশেষবার লিওনেল মেসিও খেলেছেন। ৩৬ বছর বয়সী মেসিকে নিয়ে এবারও স্বর্ণ জিততে চায় আর্জেন্টিনা এবং দেশের হয়ে এটাই হতে পারে মেসির শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট।
মেসির অলিম্পিকে খেলার সম্ভাবনা নিয়ে গত ফেব্রুয়ারিতেই কথা বলেছেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাচেরানো। জাতীয় দলে একসময় মেসির সতীর্থ ছিলেন সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার। সে সময় তিনি বলেছিলেন, ‘লিওর সঙ্গে আমার সম্পর্ক কেমন সেটা সবাই জানে…তার জন্য দরজা খোলা…ব্যাপারটা তার ওপর নির্ভর করছে।’ অলিম্পিকের ফুটবল ইভেন্টে প্রতিটি দল ২৩ বছরের বেশি বয়সী তিনজন খেলোয়াড় নিতে পারবে।’
ফ্রান্স তুলনামূলক সহজ গ্রুপে পড়লেও দেশটির কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি ড্রয়ের পর বলেছেন,‘কোনো কিছুই সহজ না।’ কিন্তু ১৯৮৪ সালের পর অলিম্পিকের ফুটবল ইভেন্ট থেকে দ্বিতীয় স্বর্ণপদক জয়ের খোঁজে থাকা ফ্রান্স এবার ঘরের মাঠে ফেবারিট। জানা গেছে, ফ্রান্সের হয়ে অলিম্পিক ফুটবলে অংশ নিতে চান দেশটির তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শেষ করে অলিম্পিক ফুটবলের জন্য তৈরি হতে খুব বেশি সময় পাবেন না এমবাপ্পে।
১৪ জুন শুরু হয়ে ১৪ জুলাই শেষ হবে ইউরো। প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্ট শুরু হবে ২৪ জুলাই—অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের দুই দিন আগে।প্রথম ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।
অলিম্পিকের ফুটবল ইভেন্টের জন্য ফিফা ক্লাবগুলোকে খেলোয়াড় ছাড়তে বাধ্য করে না। তাই এমবাপ্পের দেশের হয়ে অলিম্পিক ফুটবলে খেলার ব্যাপারটি জটিল হয়ে উঠতে পারে। ফ্রান্সের হয়ে ’৯৮ বিশ্বকাপজয়ী অঁরি অবশ্য আশাবাদী। জানেন কাজটা মোটেই সহজ না, সেটা যতই ঘরের মাঠে টুর্নামেন্টটি হোক, ‘ঘরের মাঠে টুর্নামেন্ট জেতা কখনোই সহজ না। সম্ভবত ব্রাজিল ও স্পেন (২০১৬ ও ১৯৯২) এটা করতে পেরেছে। কিন্তু ব্যাপারটা খুব বেশি দেখা যায় না। আমরা এটা করার চেষ্টা করব।’
সর্বশেষ টোকিও অলিম্পিকে রৌপ্য পদকজয়ী স্পেন ‘সি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে মিসর, ডমিনিকান প্রজাতন্ত্র এবং এএফসি কোয়ালিফাইয়ে দ্বিতীয় দলের সঙ্গে। ‘ডি’ গ্রুপে প্যারাগুয়ের প্রতিপক্ষ মালি, ইসরায়েল ও এএফসি কোয়ালিফাইয়ে শীর্ষ দল। ৯ আগস্ট প্যারিসে ফুটবল ইভেন্টের ফাইনাল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে।
কাতারে আগামী ১৫ এপ্রিল শুরু হয়ে ৩ মে শেষ হবে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ। এই টুর্নামেন্টে দুই ফাইনালিস্ট এবং তৃতীয় হওয়া দল প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টে খেলবে। অর্থাৎ অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে চ্যাম্পিয়ন দল ডি গ্রুপে খেলবে, রানার্সআপ দল খেলবে সি গ্রুপে এবং তৃতীয় দলটি খেলবে বি গ্রুপে।
এশিয়া মহাদেশ (এএফসি) এবং আফ্রিকা মহাদেশের (সিএএফ) মধ্যকার দুই দলের প্লে–অফ ম্যাচে জয়ী প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টে অংশ নেওয়ার টিকিট পাবে। এই ম্যাচে সিএএফ থেকে খেলবে গিনি। এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে চতুর্থ হওয়া দল গিনির প্রতিপক্ষ।
প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবল ইভেন্টেরও ড্র অনুষ্ঠিত হয়েছে। চারবার করে স্বর্ণপদকজয়ী যুক্তরাষ্ট্র, জার্মানি ও অস্ট্রেলিয়া একই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। গতবার স্বর্ণপদকজয়ী কানাডার গ্রুপে পড়েছে স্বাগতিক ফ্রান্স।
২৬ জুলাই শুরু হবে প্যারিস অলিম্পিক।
২০২৪ অলিম্পিক ছেলেদের ফুটবলে ড্র:
এ গ্রুপ: ফ্রান্স, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও এএফসি-সিএএফ প্লে অফে জয়ী দল
বি গ্রুপ: আর্জেন্টিনা, মরক্কো, এএফসি থেকে তৃতীয় দল ও ইউক্রেন
সি গ্রুপ: স্পেন, মিসর, ডমিনিকান প্রজাতন্ত্র ও এএফসি থেকে দ্বিতীয় দল
ডি গ্রুপ: প্যারাগুয়ে, মালি, ইসরায়েল ও এএফসি থেকে প্রথম দল
২০২৪ অলিম্পিক মেয়েদের ফুটবলে ড্র:
এ গ্রুপ: ফ্রান্স, কানাডা, কলম্বিয়া ও নিউজিল্যান্ড
বি গ্রুপ: যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া ও সিএএফ থেকে দ্বিতীয় দল
সি গ্রুপ: স্পেন, জাপান, ব্রাজিল ও সিএএফ থেকে প্রথম দল