২০০ কোটি রুপি প্রতারণা মামলায় বিপাকে জ্যাকুলিন

0
11
জ্যাকুলিন ফার্নান্দেজ

২০০ কোটি রুপি প্রতারণা মামলায় বিপাকে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের মামলা থেকে মুক্তির জন্য জামিনের আবেদন করেছিলেন তিনি। দিল্লি হাইকোর্টের বিচারপতি অনিশ দয়ালের বেঞ্চে ওই মামলা করা হয়। তবে গতকাল বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দেন আদালত। খবর এনডিটিভির

২০০ কোটি রুপির আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ। তাঁর সঙ্গে সম্পর্কের জেরেই আইনি জটিলতায় জড়াতে হয়েছে জ্যাকুলিনকে।

জ্যাকুলিন ফার্নান্দেজ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
জ্যাকুলিন ফার্নান্দেজ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আদালতে পেশ করা হলফনামায় জানিয়েছে, অভিনেত্রী সুকেশের কাছ থেকে ৫ কোটি ৭১ লাখ ১১ হাজার ৯৪২ রুপির শুধু উপহারই নেননি, সঙ্গে দুটি বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট, যা তাঁর ভাই ও বোনের; সেখানেও ১ লাখ ৭২ হাজার ৯১৩ মার্কিন ডলার ও ২৬ হাজার ৭৪০ অস্ট্রেলীয় ডলার স্থানান্তর করার জন্য অনুরোধ করেছিলেন।

অভিনেত্রী বারবার দাবি করেছেন, সুকেশের থেকে পাওয়া উপহারের আর্থিক উৎস সম্পর্কে তাঁর কিছুই জানা ছিল না। সে কারণে তিনি উপহার নেন। ইডির দাবি, জেরার সময় সত্যতা গোপন করেছেন জ্যাকুলিন। অভিনেত্রী বারবার জানিয়েছিলেন ‘প্রতারক’ সুকেশ চন্দ্রশেখর নাকি তাঁকে ফাঁসিয়েছেন।

তবে সেই নিয়ে কোনো তথ্য–প্রমাণ দিতে পারেননি। ইডির তদন্তে আসা তথ্য অনুযায়ী, অভিনেত্রী জেনেবুঝেই সুকেশের অপরাধের টাকা ব্যবহার করেছেন। এমনকি সুকেশ গ্রেপ্তার হওয়ার পর তিনি নিজের ফোন থেকে সব তথ্য মুছে ফেলেছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.